1. kabir28journal@yahoo.com : Abubakar Siddik : Abubakar Siddik
  2. kabir.news@gmail.com : Kabir :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
জয়পুরহাটে বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগানে জয়পুরহাটে উদযাপিত হচ্ছে জাতীয় যুব দিবস জয়পুরহাটে নিখোঁজের ২৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র সিহাবের জয়পুরহাটে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। জয়পুরহাটে শিব মন্দির কমিটির  উদ্যোগে স্বল্প মুল্যে সবজি বিক্রি শুরু হয়েছে ।  জয়পুরহাটে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ করে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত কেউ সাজার বাইরে যাবে না-রংপুরে জনপ্রশাসন সচিব – পাঁচবিবি ইউএনও’র বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান জয়পুরহাটে কুমারী পুজা অনুষ্ঠিত- মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণে জয়পুরহাট প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পেয়ারেলাল সন্তোষীর প্রেমিকা রেহানা কে-মনে পড়ে?

সাংবাদিকের নাম:
  • আপডেট টাইম: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১ ০০০ জন পড়েছে।
জনজীবন বিনোদন ডেস্ক—

১৯৫০ এর দশকে মুম্বাইয়ের চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন রেহানা। পেয়ারেলাল সন্তোষী ছবির পরিচালক হলেই সেখানে রেহানা থাকবেনই। কেন তাঁর ছবিতে রেহানা বারে বারে থাকছেন ? এ প্রশ্ন উঠতেই সেই সময়ের দর্শকরা বলতেন, পেয়ারেলাল সন্তোষী রেহানার প্রেমে পড়েছেন।
রেহানা রূপালী পর্দায় থাকা মানেই তিনি নায়িকা আবার নাচনেওয়ালীও।
সেই যুগে রেহানাকে বলা হত দ্যা কুইন অব চার্ম। কেউ কেউ তাঁকে হিন্দি সিনেমার বিদ্যুতের ঝলকও বলত।
রেহানার জন্ম ১৯৩১ সালের ১০ মার্চ ভারতের মহারাষ্ট্র রাজ্যের বোম্বেতে। তাঁর পারিবারিক দেওয়া নাম ছিল মুশাররত জাহান।
একসময় রেহানা আর চিত্র পরিচালক পি,এল সন্তোষীকে নিয়ে গুজবের অন্ত ছিল না।
রেহানা দু’বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রথমে বিয়ে করেছিলেন সাবির আহমেদকে, দ্বিতীয়বার বিয়ে করেন ইকবাল শেহজাদকে। দাম্পত্য জীবনে স্বামীদের কাছ থেকে ৩টি সন্তান পেলেও রেহানা সুখী জীবন যাপন করে যেতে পারেননি।
তাঁর মৃত্যু ২০১৩ সালের ২৩ এপ্রিল পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচীতে।
রেহানা অভিনীত উল্লেখযোগ্য ছবি হল –
১.
হম এক হ্যায়। পি,এল, সন্তোষী পরিচালিত এ ছবিতে অভিনয় করেন দেব আনন্দ, রেহানা, দুর্গা খোটে, কমলা কোটনিশ, রেহমান, রঞ্জিত কুমারী, রাম সিংহ, নগপতি রাও। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৪৬ সালে।
২.
অমর রাজ। হোমি ওয়াদিয়া পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৪৬ সালে। ছবিতে অভিনয় করেন ত্রিলোক কাপুর, রেহানা, নিরূপা রায়।
৩.
সতী তোরাল। নন্দলাল যশবন্তলাল পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৪৭ সালে। এ ছবিতে অভিনয় করেন রেহানা, জীবন, শোভনা সমর্থ।
৪.
সাজন। কিশোর সাহু পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৪৭ সালে। ছবিতে অভিনয় করেন রেহানা, অশোক কুমার, লীলা মিশ্র, রমেশ গুপ্ত।
৫.
শেহনাই। পি,এল, সন্তোষী পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৪৭ সালে। ছবিতে অভিনয় করেন রেহানা, নাসির খান, দুলারি।
৬.
এ্যাকট্রেস। ছবিতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছিলেন রেহানা ও মীনা শোরে। এদের একজন কণ্ঠশিল্পী আর আরেকজন ছিলেন মঞ্চ অভিনেত্রী। ছবির নায়ক প্রেম আদিব এদের দু’জনার প্রেমে পড়েছিলেন। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৪৮ সালে। পরিচালক ছিলেন নাজাম নাকভি।
৭.
খিদকি। পি,এল, সন্তোষী পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৪৮ সালে। ছবিতে রেহানা ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। ছবিতে তাঁর সহশিল্পীরা ছিলেন আব্বাস রিজভী, শ্রীনাথ, রাজ আদিব, মমতাজ আলী, জহর কৌল।
৮.
সুনেহরে দিন। সতীশ নিগম পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৪৯ সালে। ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন রাজ কাপুর, রেহানা, নিগার সুলতানা।
৯.
জান্নাত। মুর্তজা চেঞ্জেজী পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৪৯ সালে। ছবিতে অভিনয় করেন রেহানা, নাজির কাশ্মিরী, মেহেদী রাজ।
১০.
পর্দা। এ,জি, সুরমা পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৪৯ সালে। ছবিতে অভিনয় করেন রেহানা, অমর, চাঁদ,
মোহাম্মদ সাদিক, নাজির কাশ্মিরী, মেহমুদ ওয়াজির খান।
১১.
দিলরুবা। দ্বারকা খোসলা পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫০ সালে। ছবিতে অভিনয় করেছিলেন রেহানা, দেব আনন্দ, কাক্কু, লালা ইয়াকুব, বালাম, নাজির কাশ্মিরী।
১২.
লাজওয়াব। জগতরাই আদভানি পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫০ সালে। ছবিতে অভিনয় করেন রেহানা, কুলদীপ কাউর, প্রাণ, ইফতেখার, প্রেম ধাওয়ান, ডেভিড আব্রাহাম।
১৩.
সূর্যমুখী। ওপি দত্ত পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫০ সালে। ছবিতে অভিনয় করেন রেহানা, শ্যাম, দুর্গা খোটে, গোপ।
১৪.
সরগম। পিএল সন্তোষী পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫০ সালে। ছবিতে অভিনয় করেছিলেন রাজ কাপুর, রেহানা, ওম প্রকাশ, ডেভিড আব্রাহাম, পারো, রাধাকৃষ্ণ।
১৫.
নির্দোষ। নাজাম নাকভি পরিচালিত এ ছবিতে অভিনয় করেন রেহানা, শ্যাম, কুলদীপ কাউর। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫০ সালে।
১৬.
সওদাগর। এম,আই, ধরমসে পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫১ সালে। ছবিতে অভিনয় করেন রেহানা, নাসির খান, সুরাইয়া চৌধুরী, বালাম।
১৭.
আদা। দেবেন্দ্র গোয়েল পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫১ সালে। ছবিতে অভিনয় করেন রেহানা, শেখর, মোহনা, গোপ, মদন পুরী।
১৮.
সাগাই। হারনাম সিংহ রাওয়াল পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫১ সালে। ছবিতে অভিনয় করেন রেহানা, বিজয়লক্ষ্মী, মোহনা, রাম অবতার, কাক্কু, গোপ, রাজা গোসাবি, ইফতেখার, পূর্ণিমা, সুন্দর, লালা ইয়াকুব, প্রেমনাথ, হীরালাল।
১৯.
রঙ্গিলী। নাজাম নাকভি পরিচালিত এ ছবিতে অভিনয় করেন রেহানা, এস, নাজির, রাজকুমার, মেহমুদ। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫২ সালে।
২০.
ছম ছমা ছম। এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫২ সালে।
পি,এল, সন্তোষী পরিচালিত এ ছবিতে অভিনয় করেন
রেহানা, কিশোর কুমার, প্রাণ, শকুন্তলা, রাধাকৃষ্ণ, মির্জা মোশাররফ।
২১.
সিন সিনাকি বুবলা বু। পি,এল, সন্তোষী পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫২ সালে। ছবিতে অভিনয় করেন রেহানা, রঞ্জন, সাধনা বসু, মেহমুদ।
২২.
সম্রাট। নাজাম নাকভি পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫৪ সালে। ছবিতে অভিনয় করেছিলেন কমলেশ কুমারী, অজিত, রণধীর, রেহানা, সপ্রু, ভূজপাল সিংহ।
২৩.
রত্না মঞ্জরী। ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেন মহিপাল, শাকিলা, রেহানা।
২৪.
দিল্লি দরবার। চন্দ্রকান্ত পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫৬ সালে। ছবিতে অভিনয় করেছিলেন প্রেম আদিব, হেলেন, মিনু মমতাজ, রেহানা, সপ্রু, টুনটুন।
২৫.
দোলা মারু। ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে অভিনয় করেন প্রদীপ কুমার, রেহানা, কুমকুম, উল্লাস, সপ্রু, এস, নাজির, অচলা সচদেব। লাভ স্টোরি ধাঁচের এই ছবিটি নির্মাণ করেছিলেন এন আর, আচার্য।
২৬.
কিয়ামত। ছবিটি ১৯৫৬ সালে মুক্তি পেয়েছিল। পরিচালিত এ ছবিতে অভিনয় করেন রেহানা, অভি ভট্টাচার্য, জাবীন জলিল, চামন পুরী, মদন পুরী, রামায়ণ তিওয়ারি। ছবির পরিচালক ছিলেন হীরা সিংহ।
২৭.
মাহফিল। ১৯৫৭ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে অভিনয় করেন রেহানা, দলজিৎ, জানকি দাস।
পেয়ারেলাল সন্তোষীর সঙ্গে সম্পর্ক ছেদ করে রেহানা ১৯৫৬ সালে বোম্বে থেকে করাচীতে চলে যান।
সেখানে গিয়ে কয়েকটি উর্দু ছবিতে অভিনয় করেন।
এরমধ্যে মনে রাখার মতো ছবি হল –
১.
ওয়েহশি। মনোয়ার এইচ কাসিম পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫৬ সালে। ছবিতে অভিনয় করেন রেহানা, আফজাল নাজির, সুলতান রাহী।
২.
রাত কে রাহি। ইকবাল ইউসুফ পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬০ সালে। ছবিতে অভিনয় করেন রেহানা, দর্পণ, শামীম আরা, লেহরি, তালিশ।
৩.
আওলাদ। এস,এম, ইউসুফ পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬২ সালে। ছবিতে অভিনয় করেন রেহানা, আসাদ জাফরি, ওয়াহিদ মুরাদ, সুলতান রাহী, নায়ার সুলতানা, তালিশ।
পরে বোম্বেতে এসে কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করে আবার করাচীতে ফিরে গিয়েছিলেন।

লিয়াকত হোসেন খোকন
Leaquat Hossain Khokon

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ