জয়পুরহাটে বিএনপি নেতার উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন
সাংবাদিকের নাম:
আপডেট টাইম:
শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
৫৭
০০০ জন পড়েছে।
জয়পুরহাট প্রতিনিধিঃ ১১ অক্টোবর, ২৫
জয়পুরহাটের ক্ষেতলালে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনের উদ্যোগে ও মিশন হাসপাতালের এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর ) দিনব্যাপী ক্ষেতলাল উপজেলার জিয়াপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসা এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই জিয়াপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। দুপুর পর্যন্ত চোখের সমস্যা নিয়ে প্রায় চার শতাধিক রোগী রেজিস্ট্রেশন করেন।
এসময় রোগীদের চক্ষু সেবা নিশ্চিতে চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসকরা সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এমন আয়োজনে খুশি সাধারণ মানুষ।
এসময় এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপি লক্ষ মানুষের সেবা করা। সেই ধারাবাহিকতায় আমাদের সাধ্যের মধ্যে এই আয়োজন। এ নিয়ে আমরা চারটি চোখও ক্যাম্প সম্পন্ন করলাম। রোগীদের প্রত্যেককে বিনামূল্যে ওষুধ ও ছানি অপারেশন করে লেন্স লাগানোর ব্যবস্থা করা হয়।
Leave a Reply