জয়পুরহাটে বাজারে মাছ, গরু খাশির মাংশের দাম বৃদ্ধি পেয়েছে।
সাংবাদিকের নাম:
আপডেট টাইম:
শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
৬৮
০০০ জন পড়েছে।
জয়পুরহাট প্রতিনিধি-১০-১০-২৫
জয়পুরহাট মাছুয়া বাজারে মাছ, গরু খাশির মাংশের দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি গরুর মাংস ৭০০ থেকে সাড়ে ৭ শত টাকা পর্যন্ত বিক্রি করছে ও খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি দরে।
সাধারণ ক্রেতাদের অভিযোগ গরু ও খাশির দাম কমলেও মাংস বিক্রেতারা খুচরা বাজারে দাম কমায় না।
দেশি মুরগির দাম ৩০ থেকে ৪০ টাকা বেড়ে ৪৮০ পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার ও সোনালি মুরগির দাম স্থিতিশীল রয়েছে। বয়লার প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি বিক্রি হয়েছে ২৯০ টাকা পর্যন্ত।
রুই, কাতলা, মৃগেল মাছের দাম প্রতি কেজি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি মাছ সাইজ ভেদে বিক্রি হচ্ছে ২৮০ টাকা থেকে ৫ টাকা পর্যন্ত।
চিংড়ি মাছ বিক্রি হচ্ছে সাইজ অনুযায়ী ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত।
অন্যান্য ছোট মাছ গুলো প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত।
সাধারণ ক্রেতাদের অভিযোগ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারের সংস্থাগুলোর মনিটরিং দুর্বল। কঠোর মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণে আমার দাবি তাদের।
Leave a Reply