1. kabir28journal@yahoo.com : Abubakar Siddik : Abubakar Siddik
  2. kabir.news@gmail.com : Kabir :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
জয়পুরহাট জেলা সার্কিট হাউজের সামনে র্ ২ টি ৭ তলা বহুতল ভবন নির্মাণ বন্ধের জন্য প্রশাসক বরাবরআবেদন- জয়পুরহাটে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে। জাতীয় পার্টির মত পোষা দল হতে আসিনি,শাপলা প্রতীক না পেলে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো। জয়পুরহাটে সার্জিস আলম  ক্ষেতলাল উপজেলার হাটশহর, বাখরা, মুনঝাড়,  কলিঙ্গা, ঘুগোইল, কুসুমশহর, আটিদাশড়া, কোনিয়াপাড়া গ্রামের মাঠগুলোতে যে দিক্ই চোখ মেলেন শুধু করলার চাষ। জয়পুরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন অনুষ্টিত জয়পুরহাটে বিএনপি নেতার উদ্যোগে বিনামূল্যে চক্ষু  ক্যাম্পের আয়োজন জয়পুরহাটে বাজারে মাছ, গরু খাশির মাংশের দাম বৃদ্ধি পেয়েছে। জয়পুরহাট পৌরসভার  প্রসাশক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহা: সবুর আলীকে  বিদায় সংবর্ধনা জানান জয়পুরহাট পৌরসভা  জয়পুরহাটের কালাইয়ে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে গণ মিছিল  পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে জয়পুরহাটে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত -জয়পুরহাট প্রতিনিধিঃ ১০ অক্টোবর ২০২৫আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি ও জুলাই সনদ সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে জয়পুরহাটে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

জয়পুরহাট পৌরসভায় অবৈধভাবে মাষ্টাররোলের মাধ্যমে নিয়োগ৫২ কর্মচারীকে অপসারনের দাবী করেছে সচেতন নাগরিকবৃন্দ

সাংবাদিকের নাম:
  • আপডেট টাইম: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ ০০০ জন পড়েছে।

জয়পুরহাট প্রতিনিধিঃ (০8 সেপ্টেম্বর, ২০২৫)
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জয়পুরহাট পৌরসভায় অবৈধভাবে মাষ্টাররোলের মাধ্যমে ৫২জন অতিরিক্ত কর্মচারীকে মাষ্টাররোলের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এসব অতিরিক্ত কর্মচারীকে অপসারনের দাবী করেছে জয়পুরহাটের সচেতন নাগরিকবৃন্দ।
জয়পুরহাট জেলা প্রশাসক ও প্রেসক্লাবে দেওয়া পত্র মারফত জানা যায়, বিগত সরকারের সময়ে জয়পুরহাট পৌরসভায় জনবল না লাগলেও আওয়ামীলীগ কর্মীদের পুর্ণবাসনের জন্য তৎকালীন মেয়র ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তার ভাইসহ বিভিন্ন আত্মীয়-স্বজন ৫২ জনকে মাষ্টাররোলের মাধ্যমে নিয়োগ করেন। এই ৫২ জন কর্মচারীর বেতন-ভাতা বাবদ অনেক টাকা প্রতিমাসে পৌরসভার ফান্ড থেকে খরচ করা হচ্ছে। ফলে পৌরসভার টাকার অপচয় হচ্ছে। এছাড়া অতিরিক্ত স্টাফের কারণে প্রশাসনও মাথা ভারী হয়ে পড়েছে। মাষ্টাররোলে নিয়োগপ্রাপ্তদের মধ্যে কম্পিউটার অপারেটর, সার্ভেয়ার, অফিস সহকারি, বিদ্যুৎ হেলপার, ড্রাইভার, স্বাস্থ্যকর্মী, বিল বিতরণকারী, পাম্প চালক, সুপারভাইজারসহ বিভিন্ন পদের কর্মচারী আছে। এসব কর্মচারীদের মধ্যে সকলেই আওয়ামীলীগ সর্মথক হওয়ায় তারা বর্তমানে সরকারের বিরুদ্ধে কাজ করছে। ১৭০ জন সচেতন নাগরিকের স্বাক্ষরে পাওয়া লিখিত পত্র মারফত অনতিবিলম্বে পৌরসভায় আওয়ামী দোসর ৫২ জন মাষ্টাররোলে নিয়োগকৃত কর্মীদের অপসারণ করে পৌরসভার ব্যায় কমানোর দাবি জানানো হয়।
এ ব্যাপারে সচেতন নাগরিক দেলোয়ার হোসেন জানান, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এসব কর্মীরা চেষ্টা করে যাচ্ছে। আওয়ামীলীগ পালিয়ে গেলেও তারা এখনও বহাল তবিয়তে চাকুরী করে বেতন নিচ্ছে। আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন দেওয়া হয়। এত বেশী কর্মী প্রয়োজন নাই। জনগনের ট্যাক্স বৃদ্ধি না করে কর্মী কমালে পৌরসভার উন্নয়ন বৃদ্ধি পাবে।
এ ব্যাপারে জয়পুরহাট পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবু জাফর মোঃ রেজা জানান, আমরা একটি দরখাস্ত পেয়েছি। আমাদের পক্ষ থেকে বিষয়টি মন্ত্রনালয়ে জানানো হয়েছে। মন্ত্রনালয় থেকে চিঠি আসলে আমরা পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি মন্ত্রনালয় থেকে চিঠি আসতে দেরি হয় তাহলে আমরা আগামী মাসিক সভায় বিষয়টি এজেন্ডা আকারে উপস্থাপন করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ