জনজীবন ডেস্ক—
পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের চার দফা দাবিতে সারাদেশের মতো অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে গেছেন জয়পুরহাটের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
রবিবার বেলা ১২টায় জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তরে জেনারেল ম্যানেজার আবু উমাম মোঃ মাহবুবুল হকের কাছে গণছুটির আবেদনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। এতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
জয়পুরহাটে বিদ্যুতের গ্রাহক রয়েছে ২ লাখ ৮৬ হাজার। এ দপ্তরে মোট ৩৯১ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন । দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসুচি চালিয়ে যাওয়ার তাদের।

Leave a Reply