জয়পুরহাট প্রতিনিধি—২১-০৮–২৫
অটোমেটেড ভুমি সেবা সিস্টেমতথ্য সন্নিবেশ ও সংরক্ষণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হলো জয়পুরহাটে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সেমিনার কক্ষে ভুমি ব্যব¯’া অটোমেশন প্রকল্প ও ইউ œএন ডিপি বাংলাদেশের সহায়তায় কর্মশালায় জেলা প্রশাসকে আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ¦ ইউএনডিপি বাংলাদেশ টেকনিক্যাল কো অরডিনেটর অর্ধেন্দেু শেখর রায় ,অতিরিক্ত জেলা প্রশাসক মো: সবুর আলী,ইউএনডিপি মনিটারিং এন্ড ইভ্যালুয়েশন এনালিষ্ট মো; আমানউল্লাহ বিন মাহমুদ,আরডিসি মিজানুর রহমান সকল উপজেলার ইউএনও, এসিল্যান্ড এবং ৩১ টি ইউনিয়নের তহশিলদার , শিক্ষক , সাংবাদিক বৃন্দ উপ¯ি’ত ছিলেন।এই পাইলট প্রকল্প দেশের ৮ জেলায় প্রথমিক ভাবে অটো মেটেড ভুমি সেবা প্রকল্প চালু করবে বলে জানানো হয়। রাজশাহী বিভাগ থেকে জয়পুরহাট জেলা প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়েছে। প্রকল্পটি বাস্ত বায়ন হলে ভুমির মালিক ঘওে বসেই মোবাইল এ্যপসের মাধ্যমে নিজর কাজ নিজেই করতে পারবে।
Leave a Reply