জয়পুরহাট প্রতিনিধিঃ ২০ আগস্ট
ঢাকার সাবেক ডিসি, বিভাগীয় কমিশনার ও সরকারের সাবেক সচিব আব্দুল বারী বলেছেন, ৫ আগস্টের পর দেশ আর পেছনে যাওয়ার সুযোগ নেই। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
বুধবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট ও ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply