জয়পুরহাট প্রতিনিধিঃ
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে র্যালিটি করে ডিসি বাংলো গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের বাংলাতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, পুলিশ সুপার আবদুল ওহাব, , জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন প্রমুখ ।
Leave a Reply