জয়পুরহাট প্রতিনিধি
দীর্ঘ ৪ বছর পর জয়পুরহাটে জেলা মুক্তিযোদ্ধা সংসদেও নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে\
আজ রবিবার অত্র কমিটির একটি তালিকা সহ জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর নিকট হস্তান্তর করেন জেলা কমান্ডার জহরুল আলম তরফদার রুকু,বর্তমান কমান্ডার জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান জেলা কমান্ডার কমিটির সদস্য সচিব নজরুল হায়দারসহ ১১ সদস্য কমিটির নেতৃবৃন্দ। আজ রবিবার জেলা প্রশাসকের কক্ষে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কতৃক আহবায়ক নঈম জাহাংগীর ও সদস্য সচিব সাদেক আহমেদ খান কতৃক স্বাক্ষরীত কমিটি হস্তান্তর করেন।
এপর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব এরনিকট ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি সহকারী মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিক, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান,
নতুন আহবায়ক কমিটির সদস্যরা হলো । আহবায়ক জহরুল আলম তরফদার রুকু,যুগ্ন আহবায়ক,মাহবুবুল আলম,সদস্য সচিব নজরুল হায়দার, সদস্য আব্দুর রব বুলু,মোজাফ্ফর আহমেদ
মজিবুল হক মজনু,নজরুল ইসলাম,আজিজুর রহমান,হাফিজুর রহমান হাপু,আব্দুল বাতেন, মনজুর রহমান।


Leave a Reply