জয়পুরহাট প্রতিনিধি–
জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্ম দিনে কেন্দ্রীয় কর্মসুচী উপলক্ষে
ডমলাদ মাহফির, আলোচনা সভা ও তার সুস্থতা কামনা কওে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকাল ১০ টায় জেলা বিএনপির কার্য্যালয়ে জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জেলা যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব,শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারন সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, সদর উপজেলার সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিক, জাতীয়তা বাদী জেলা আইনজবী ফোরামের সভাপতি ও সাবেক বারের সেক্রেটারী এডভোকেট মিজানুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, সেক্রেটারী শফিকুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি পারভীন আকতার রুলী, সেক্রেটারী জাহেদা কামাল, সহ বিভিন্ন অংগ সংগঠন ও সহযোগী সংগঠনের নতেৃবৃন্দ।
ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশনেত্রী খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার ষড়যন্ত্র করেছিল আল্লাহর অশেষ কৃপায় তিনি এখনো বেঁচে আছেন, অথচ ফ্যাস্ষ্টি শেখ হাসিনা জনরোষে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। বেগম খালেদা জিয়াকে পরিত্যাক্ত ফাঁসীর মঞ্চের নিকট একটি পরিত্যাক্ত কারাগারের শেলে বন্দী করে অমানুষিক বর্বর মানসিক ,শারিরিক কষ্ট দিয়ে রেখেছিল।
বার বার বিদেশে গিয়ে চিকিৎসা নেয়ার আবেদন সত্বেও তাকে যেতে দেয়া হয়নি, মহান আল্লাহ পাকের ও বাংলাদেশের মানুষের দোয়ায় আজও তিনি বেঁচে আছেন। খালেদা জিয়া মৃত্যুকে পরোয়া না করে আপোষহীন ভাবে জেল খানায় গনতন্ত্র মানুষের ভোটাধীকার ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলন চালিয়ে যেতে বলেছিলেন। সেই জন্য অন্যায়ের বিরুদ্ধে তিনি আপোষহীন নেত্রী।
দোয়া পরিচালনা করেন চিনিকলের শ্রমিক নেতা নাজমুল হক।


Leave a Reply