জনজীবন ডেস্ক–আজ ৯ ই আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ,নানা কর্মসুচীর মধ্য দিয়ে জয়পুরহাটে আর্ন্তজাকি আদিবাসী দিবস পালন করা হয়।
আজ সকাল ১১ টায় জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ বিশালের মোড়ে মানব বন্ধন , শহরের জিরো পয়েন্ট থেকে বর্ন্যাঢ্য র্যালী , উপজেলা মুক্তিযোদ্ধা আবুল কাসেম ঢালী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্র্রধান অতিিিথর বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহআলমামুন,বিশেষ অতিথি জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুববকর সিদ্দিক,আদিবাসী জেলা সভাপতি রতন মিনজি সহ বিভিন্ন আদিবাসী নেতৃবৃন্দ
পওে মন্জ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আদিবাসীদেও ভুমির অধিকার, সাংস্কৃতিক ঐতিহ্র্য এবং তাদেও বিধাব ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন দাবী তুলে ধরেন। বিশ্বে প্রায় ৩০ থেকে ৩৫ কোটি আদিবাসী বাস কওে, অথচ তারা বিভিন্ন নাগরিক অধিকার থেকে বন্চিত কওে রাখা হয়েছে।

Leave a Reply