জয়পুরহাট,
তারুন্যের আইডিয়া গনঅভ্যুথ্থান এর বর্ষপুর্তি পালন .” আমার চোখে জুলাই বিপ্লব”
ভোট গননা সহজীকরন উপলক্ষে আজ সোমবার জয়পুরহাটে হাতে কলমে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এজেন্ট নিয়োগ . এবং ভোটারদের ভোট দেয়ার পদ্ধতি ও গননা শেখানো হয়।
জেলা পরিষদের সহায়তায় খন্জনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী গন এই ভোট দান পদ্ধতি শেখানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্তজেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক সরকার মো: রায়হান.মুশফিকুর রহমান তামিম ও তার দল।

Leave a Reply