জ
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে জুলাই ২৫ হতে ৩৬ শে জুলাই (৫ই আগষ্ট) পর্যন্ত ধারাবাহিকভাবে শহীদ ও আহতদেও স্মরনে জুলাই পুর্নজাগরনের কর্মসুচি হিসেবে আজ শুক্রবার ভোর ৬টায় নারী ও পুরুষ এর সাইকেলিং প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছ্ আফরোজা আকতার চৌধুরী ছেল ও মেয়েদেও সাইকেলীং প্রতিযোগীতার উদ্বোধন করেন্।
জেলা সার্কিট হাউজ মাঠ থেকে শুরু করে বটতলী হয়ে পাকার মাথা হয়ে আবার সার্কিট মাঠে এস শেষ হয়। পুরুষদেও ৬ কিলোমিটার আর নারীদেও ৩ কিলোমিটার সাইকেলিং প্রতিযোগীতয় অংশনেয় মোট ১৬৪ জন,এই প্রতিযোগীদেও মাঝে ৫ জনকে পুরুস্কৃত কারা হয়। ১ম থেকে ৫ ম পর্যন্ত ্প্রতিযোগীদেও মাঝে পুরুস্কার দেয়া হয়্।
–১ম পুরুষ্কার ২০ হাজার টাকা, ২য় পুরুস্কার ১৫ হাজার টাকা , ৩য় পুরুস্কার ১০ হাজার টাকা,৪র্থ পুরুস্কার ৫ হাজার টাকা-,৫ম পুরুস্কার ৩ হাজার টাকা প্রদান করা হয়। করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজাকতার চৌধুরী।
নারীদেও মধ্যে ১ম হন হৈমন্তী (২১) ২য় হন সীতা পাহান(২১) ৩য় হন নাফিসা–(২০)৪র্থ –পুজা (১৫) ৫ম সাফিয়া–(৩৬)
ছেলে ১ম মন্ময- ২য় মীর শহীদ, ৩য় রাকিব- ৪র্থ নুর হোসেন- ৫ম –রাহুল- ।
পূরুস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার,অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আলমামুন,জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরর্কা।
জেলা প্রশাসক বলেন ৫ ই আগষ্ট পর্যন্ত দিন ব্যাপী জুলাই পুর্নজাগরন চলমান থাকবে। এই সাইকেলিং প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ও স্থানীয় জনতা দারুন উপভোগ ও উৎসাহ বোধ করেছে।


Leave a Reply