, জয়পুরহাট—
জয়পুরহাটের আক্কেলপুর শ্রীকর্ণদীঘি উচ্চবিদ্যালয়ের একুশ শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষায় দিয়েছিল। কিন্ত পরীক্ষার প্রকাশিত ফলাফলে দুইটি বিষয়ে ফেল করেছে তারা। এমন অদ্ভত ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের মাঝে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। আর বোর্ডের ত্রুটির কারনে এ সমস্যা হতে পারে, সমস্যা সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের।
জয়পুরহাটের আক্কেলপুর শ্রীকর্ণদীঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার ২১ শিক্ষার্থী গনিত এক বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়ে সম্প্রতি প্রকাশিত ফলাফলে দুই বিষয়ে ফেল এসেছে ওই ২১ শিক্ষার্থীর। তারা গত বছরের গনিত এক সাবজেক্টে ফেল করা অনিয়মিত শিক্ষার্থী ছিল। তারা এবার গনিতে কয়েকজন পাশ করলেও কৃষিতে ২১ জন শিক্ষার্থীকে ফলাফলে ২ বিষয়ে ফেল দেখাচ্ছে। অথচ গতবারে ২১ শিক্ষার্থী কৃষির ফলাফলে পাশ ছিল। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে চরম হতাশা। এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। দ্রুত সমাধান চান তারা। তবে বোর্ডের ত্রুটির কারণে এমন সমস্যা হতে পারে, সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চ , বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, জানান
কারিগরি বোর্ডের ত্রুটির কারণে এমন সমস্যার সৃষ্টি হতে পারে, নম্বরপত্র (মার্কশিট) দেওয়ার সময় এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছেন
উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার, জয়পুরহাট জাবেদ ইকবাল, জানান কৃষি ‘ফোর্থ সাবজেক্ট’ হওয়ায় চূড়ান্ত ফলাফলে সমস্যা হবে না জানিয়ে গণিতে পাস করলে মোট ফলাফলেও পাস দেখাবে। তার পরেও বিষয়টি বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলেন সংশ্লিষ্টরা।
বোর্ডের এমন ত্রুটিকে মেনে নিতে পারছেন না শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা। সংশ্লিষ্টরা দ্রুত সমস্যা সমাধান করবে এমন দাবি তাদের।
Leave a Reply