1. kabir28journal@yahoo.com : Abubakar Siddik : Abubakar Siddik
  2. kabir.news@gmail.com : Kabir :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম:
জয়পুরহাট জেলা সার্কিট হাউজের সামনে র্ ২ টি ৭ তলা বহুতল ভবন নির্মাণ বন্ধের জন্য প্রশাসক বরাবরআবেদন- জয়পুরহাটে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে। জাতীয় পার্টির মত পোষা দল হতে আসিনি,শাপলা প্রতীক না পেলে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো। জয়পুরহাটে সার্জিস আলম  ক্ষেতলাল উপজেলার হাটশহর, বাখরা, মুনঝাড়,  কলিঙ্গা, ঘুগোইল, কুসুমশহর, আটিদাশড়া, কোনিয়াপাড়া গ্রামের মাঠগুলোতে যে দিক্ই চোখ মেলেন শুধু করলার চাষ। জয়পুরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন অনুষ্টিত জয়পুরহাটে বিএনপি নেতার উদ্যোগে বিনামূল্যে চক্ষু  ক্যাম্পের আয়োজন জয়পুরহাটে বাজারে মাছ, গরু খাশির মাংশের দাম বৃদ্ধি পেয়েছে। জয়পুরহাট পৌরসভার  প্রসাশক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহা: সবুর আলীকে  বিদায় সংবর্ধনা জানান জয়পুরহাট পৌরসভা  জয়পুরহাটের কালাইয়ে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে গণ মিছিল  পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে জয়পুরহাটে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত -জয়পুরহাট প্রতিনিধিঃ ১০ অক্টোবর ২০২৫আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি ও জুলাই সনদ সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে জয়পুরহাটে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

‘চার মিনিটের চুমু’, ৯২ বছর ধরে সেই দৃশ্য নিয়ে আলোচনা

সাংবাদিকের নাম:
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৯৯ ০০০ জন পড়েছে।

 জনজীবন–ডেস্ক–

-অনেকে বলেন হিন্দি সিনেমায় প্রথম ঘনিষ্ঠ দৃশ্য, কেউ বলেন সবচেয়ে দীর্ঘতম চুম্বনদৃশ্যগুলোর একটি। তবে আজ থেকে ৯২ বছর আগে দৃশ্যটি নিয়ে হইচই পড়ে গিয়েছিল সন্দেহ নেই। পর্দায় যখন এক রাজকন্যা কোমায় থাকা প্রেমিককে চুমু দিয়ে জাগানোর চেষ্টা করলেন, তখনই লেখা হলো সিনেমার এক নতুন ইতিহাস। তবে সেটি ভারতের সিনেমায় সবচেয়ে দীর্ঘ চুম্বনের দৃশ্য কি না, তা নিয়ে সন্দেহের অবকাশ আছে।১৯৩৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কারমা’ ছবির সেই চুম্বনদৃশ্য, যেখানে বাস্তব জীবনের যুগল দেবিকা রানী ও হিমাংশু রায় একে অপরকে চুম্বন করেন—দীর্ঘদিন ধরে বলিউডের ইতিহাসে ‘প্রথম চুম্বন’ ও ‘সর্বকালের দীর্ঘতম চুমু’ হিসেবে চিহ্নিত হয়ে আসছিল। তৎকালীন সংবাদমাধ্যম জানায়, ছবির সেই  চুমু চার মিনিটের বেশি দীর্ঘ ছিল। তবে সময়ের ব্যবধানে এই যুগল এবং ওই চুমু নিয়ে ভারতে গড়ে উঠেছে নানা রকম মিথ।

১৯৩৪ সালে এই দম্পতি প্রতিষ্ঠা করেন ‘বম্বে টকিজ’, ভারতের প্রথম পেশাদার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা। যা ‘টকিং সিনেমা’র যুগে এক দশক ধরে আধিপত্য বজায় রেখেছিল এবং প্রবর্তন করেছিল বহু রীতি, যা আজও বলিউডে চলমান।

দেশাই আরও জানান, ওই সময়ের ভারতীয় ছবিতে চুমুর দৃশ্য নতুন কিছু ছিল না। কারণ, তখনো ব্রিটিশরা ভারতের শাসক এবং বহু ছবি তৈরি হচ্ছিল পাশ্চাত্য দর্শকদের জন্য। ১৯২০-এর দশক ও ১৯৩০-এর দশকের কিছু ছবিতে চুমুর দৃশ্য ছিল বলেই জানা যায়। ‘কারমা’ ছবিটিও ছিল সেই সময়ের বহু ছবির মতোই।

চুমুর দৃশ্যটি আসে ছবির একেবারে শেষ দিকে, যখন সাপের কামড়ে অচেতন হয়ে পড়া রাজপুত্রকে রাজকুমারী একটি চুমু দিয়ে জাগানোর চেষ্টা করেন।
‘মিথ রয়েছে যে চুমুটি চার মিনিটের বেশি দীর্ঘ ছিল, কিন্তু তা সত্যি নয়,’ বলেন দেশাই। ‘এটি আসলে ছিল না একটানা একটি চুমু; বরং একাধিক ছোট ছোট চুমুর দৃশ্য। সময় ধরলে দুই মিনিটও হয়তো পেরোয় না,’ বলেন তিনি।

দেশাই আরও বলেন, ছবিটির প্রচারে চুমুর দৃশ্য কোনোভাবে ব্যবহার করা হয়নি। তাঁর ভাষ্যে, ‘এটা অনেক পরের তৈরি একটি জনপ্রিয় মিথ, যা সম্ভবত সংবাদমাধ্যমই ছড়িয়েছে।’ তবে দুঃখজনকভাবে ছবিটি বক্স অফিসে সফল হয়নি।

আরও পড়ুনভারতে বহু দশক ধরেই পর্দায় বা বাস্তবে প্রকাশ্যে প্রেম প্রকাশ, বিশেষ করে চুমু, সামাজিকভাবে নিষিদ্ধ ছিল। যদিও সাম্প্রতিক বছরগুলোতে সিনেমায় প্রকাশ অনেকটাই সাহসী হয়ে উঠেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ