১৯৩৪ সালে এই দম্পতি প্রতিষ্ঠা করেন ‘বম্বে টকিজ’, ভারতের প্রথম পেশাদার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা। যা ‘টকিং সিনেমা’র যুগে এক দশক ধরে আধিপত্য বজায় রেখেছিল এবং প্রবর্তন করেছিল বহু রীতি, যা আজও বলিউডে চলমান।
দেশাই আরও জানান, ওই সময়ের ভারতীয় ছবিতে চুমুর দৃশ্য নতুন কিছু ছিল না। কারণ, তখনো ব্রিটিশরা ভারতের শাসক এবং বহু ছবি তৈরি হচ্ছিল পাশ্চাত্য দর্শকদের জন্য। ১৯২০-এর দশক ও ১৯৩০-এর দশকের কিছু ছবিতে চুমুর দৃশ্য ছিল বলেই জানা যায়। ‘কারমা’ ছবিটিও ছিল সেই সময়ের বহু ছবির মতোই।
চুমুর দৃশ্যটি আসে ছবির একেবারে শেষ দিকে, যখন সাপের কামড়ে অচেতন হয়ে পড়া রাজপুত্রকে রাজকুমারী একটি চুমু দিয়ে জাগানোর চেষ্টা করেন।
‘মিথ রয়েছে যে চুমুটি চার মিনিটের বেশি দীর্ঘ ছিল, কিন্তু তা সত্যি নয়,’ বলেন দেশাই। ‘এটি আসলে ছিল না একটানা একটি চুমু; বরং একাধিক ছোট ছোট চুমুর দৃশ্য। সময় ধরলে দুই মিনিটও হয়তো পেরোয় না,’ বলেন তিনি।
দেশাই আরও বলেন, ছবিটির প্রচারে চুমুর দৃশ্য কোনোভাবে ব্যবহার করা হয়নি। তাঁর ভাষ্যে, ‘এটা অনেক পরের তৈরি একটি জনপ্রিয় মিথ, যা সম্ভবত সংবাদমাধ্যমই ছড়িয়েছে।’ তবে দুঃখজনকভাবে ছবিটি বক্স অফিসে সফল হয়নি।

















Leave a Reply