অংশীদারদের সাথে প্রকল্পের আউট কম শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের সবুজ নগর জাকস রিসোর্স সেন্টারের সভা কক্ষে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমুউনিটি ডেভেলপমেন্ট – এসিডি আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিপুল কুমার, জেলা সমাজসেবা অফিসার ইমাম হাসিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলন নাজমা বেগম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম রওশন আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাবেক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল,সাবেক জয়পুরহাট পৌরসভার সাবেক প্যানেল ঝরনা আক্তার, সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম পায়েল, আব্দুল মতিন সহ বিভিন্ন সরকারি – বেসরকারি সংস্থার কর্মকর্তারা।
এ সময় অভ্যন্তরীণ অধিবাসীদের নানা সমস্যার সমাধান ও তাদের সুযোগ সুবিধা পাওয়ার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
Leave a Reply