সকালে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন, পান্তাভাত খাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা গ্রামীন খেলার আয়োজন করা হয়। উদ্বোধন করা হয় দুইদিনব্যাপী লোকজন মেলার।
এসময় জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনসহ পুলিশ-প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply