জয়পুরহাট প্রতিনিধি,
জয়পুরহাটে নারী ফুটবল খেলা বন্ধের প্রতিবাদে ও নিরাপত্তার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ শনিবার দুপুরে শহরের জিরো পয়েন্টে জেলার নারী ও পুরুষ খেলোয়াড় বৃন্দ, জয়পুরহাট জেলার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠন এর ব্যানারে, আমরা খেলতে চাই,আমরা খেলার নিরাপত্তা চাই,খেলার সুষ্ঠ পরিবেশের দাবীতে মানববন্ধন-অনুষ্ঠিত হয়।।
খেলার পরিবেশ ফিরিয়ে আনার শ্লোগানে মুখরিত করে নারী ও পুরুষ খেলোয়াড় বৃন্দ মানব বন্ধন করে।
বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগের সহকারী সাংগঠনিক সম্পাদক কে,এম, ওবায়দুর রহমান চন্দন,
বিএনপির জেলা যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব,সামসমতিন, সেলিম রেজা ডিউক,দেলোয়ার হোসেন,আসিফ শাহরিয়ার, মহিউদ্দিন, নারী ফুটবল খেলোয়াড় পপি রানী,সাদিয়া,আখতার,রিুতু,সুরধ্বনী রাত্রিমুনি,ও-তামান্না ক্রীড়া বিদ, ও ক্রিকেট খেলোয়াড় আসিফ শাহরিয়ার সহ অন্যান্যরা ।
বক্তারা বলেন -ফুটবল, ও ক্রীকেট খেলায় যখন নারীরা দেশের গৌরব বয়ে নিয়ে আসছে তখন এই খেলা অন্কুরেই বিননষ্ঠ করার জন্য একটি কুচক্রী মহল নারী খেলার বিরোধীতা কওে সমাজে অস্থিরতা ছড়ার পায়তারা করছ্ ্ তোদেও কঠোর হাতে দমন করার জন্য প্রশাসনের নিকট আহবান জানানো হয়।


Leave a Reply