জয়পুরহাটের পৌরসভার সাবেক মেয়র মোস্তাক কারাগারে
জয়পুরহাট প্রতিনিধি ঃ
বৈষম্যবিরোধী আন্দোলনে দুটি মামলায় পলাতক আসামি জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে কারাগারে পাঠানো হয়েছে। মেয়রের নেতৃত্বে চোরাচালান, মাদক কারবার সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে আছে।
বিদেশে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর কঠোর পাহারায় আজ বৃহস্পতিবার তাকে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে মোস্তাফিজুর রহমানকে জয়পুরহাটে এনে কঠোর পাহারায় বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করে ডিবি।
এ সময় আদালতের গেটের সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ধিক্কার জানিয়ে শ্লোগান ও বিক্ষোভ করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘জয়পুরহাটের সাবেক মেয়র মোস্তাকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ ছাত্র বিশাল হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ০৫ অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এর মধ্যে কয়েকটি মামলায় জামিন নিয়েছেন।’
তিনি বলেন, ‘সাবেক মেয়র মোস্তাকসহ প্রকৃত আসামিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন এ জন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল। এ অবস্থায় বুধবার সকালে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মালোশিয়া পালানোর সময় তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। ঢাকা থেকে তাকে জয়পুরহাটে নেওয়ার পর আদালতে তোলা হয়। পরে আদালতের নির্দেশে মোস্তাককে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply