জয়পুরহাট প্রতিনিধি—
জয়পুরহাটে বাল্য বিবাহ রোধে উূঠোন বৈঠক ও শীতার্তদেও মাঝে কম্বল বিতরন অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট নারী কর্মসংস্থান এর উদ্যোগে শহরের সবুজ নগরে আজ সোমবার দুপুওে উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তরের উপ পরিচালক লায়লুন নাজমা বেগম, প্রেস ক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক জাহেদা কামাল, নারী কর্মসংস্থান এর সভাপতি অধ্যক্ষ সুফিয়া বেগম , দেশটিভির রেজাউল করমি রেজা, ঝর্ণাধারার সভাপতি ঝর্ণা আখতার।
। শতাধিক শীতার্তদেও মাঝে কম্বল বিতরন করা হয়।
Leave a Reply