জয়পুরহাটে তারুন্যের উৎসব ২০২৫উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে\
জনজীবন ডেস্ক–
প্রধান উপদেষ্ঠার তত্বাবধানে , যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে এক বিশাল র্যালী আজ সোমবার বিকেলে শহীদ ডা: আবুল কাসেম ময়দান হতে র্যালীটি বের হয়ে কালেক্টরেট ময়দানে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক বেপুল কুমার, সহকারী কমিশনার জাহাংগীর আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক সহ জেলার তরুন তরুনী, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী গন উপস্থিত ছিলেন্।


Leave a Reply