জয়পুরহাটে এবার ২৯২টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা। শুক্রবার মহাঅষ্টমীতে জেলার সবচেয়ে বড় মন্ডপ শহরের মাদারগঞ্জ দূর্গা মন্দির পূজা মন্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এবার দেবী রুপে পুজিত হয়েছেন শহরের মারোয়ারী পট্টি এলাকার অলক আগরওয়ালের মেয়ে শিশু শ্রেণির শিক্ষার্থী ইতি আগরওয়াল। পূজায় মন্ত্র পাঠ করেন পুরোহিত চঞ্চল চক্রবর্তী।
কুমারী পূজা দেখতে সকাল থেকে জয়পুরহাটের মাদারগঞ্জ মন্ডপে ভিড় করেন জেলার বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা। এরপর অষ্টমীর পূজা অর্চনা শেষে নতুন কাপড় পড়িয়ে দেবীর সাজে সজ্জিত করে কুমারীকে মন্দিরে বসানো হয়। এসময় ঢাক-ঢোল শঙ্খ আর ধনিতে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গন।
শ্রীরামকৃষ্ণের কথামৃত সব স্ত্রীলোক ভগবতীর একটি রুপ। সেই রুপকে চিন্তা করে কুমারী পূজা করা হয়।
Leave a Reply