জয়পুরহাট প্রতিনিধি:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি, বার বার কারা নির্যাতিত সাংবাদিক নেতা, দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজী’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে সোমবার বেলা ১২ টায় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির আহŸায়ক গোলজার হোসেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের ইসলামী আমির ডা. ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল।
দৈনিক সংগ্রামের জয়পুরহাট জেলা প্রতিনিধি ও জয়পরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) যুগ্ম সাধারণ স¤পাদক ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সহ- সাংগঠনিক স¤পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, সুজন এর জয়পুরহাট জেলা শাখার সহ-সভাপতি প্রধান শিক্ষক (অব:) আবু বকর সিদ্দিক, জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, জয়পরহাট প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মাসুদ রানা, সহ-সভাপতি বিটিভি’র জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, দেশ টিভি’র জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা ও এসএ টিভি’র জেলা প্রতিনিধি সোহেল আহমেদ লিও, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি প্রফেসর আজাদ আলী, সাধারন সম্পাদক আবু হাসান, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের যুব প্রধান মিনহাজুল ইসলাম মানিক, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ওমর আলী বাবু, দৈনিক সংগ্রামের সাবেক জয়পুরহাট প্রতিনিধি এসএম খিজির হায়াত সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ও প্রেসক্লাবের সদস্যরা।
স্মরণ সভায় বক্তরা মরহুম রুহুল আমিন গাজী’র বর্ণাঢ্য জীবনী’র নানা দিক তুলে ধরে আলোচনা করেন এবং তার আপোষহীন সৎ সাহসী সাংবাদিকতা দৃষ্টান্ত সাংবাদিক সমাজে প্রতিফলনের আহবান জানান। এছাড়াও দেশে ঘটে যাওয়া সকল সাংবাদিক হত্যা, মামলা ও নির্যাতন সহ সাগর-রুনি হত্যাকান্ডের দ্রæত বিচারের দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply