1. kabir28journal@yahoo.com : Abubakar Siddik : Abubakar Siddik
  2. kabir.news@gmail.com : Kabir :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জয়পুরহাটে বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগানে জয়পুরহাটে উদযাপিত হচ্ছে জাতীয় যুব দিবস জয়পুরহাটে নিখোঁজের ২৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র সিহাবের জয়পুরহাটে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। জয়পুরহাটে শিব মন্দির কমিটির  উদ্যোগে স্বল্প মুল্যে সবজি বিক্রি শুরু হয়েছে ।  জয়পুরহাটে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ করে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত কেউ সাজার বাইরে যাবে না-রংপুরে জনপ্রশাসন সচিব – পাঁচবিবি ইউএনও’র বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান জয়পুরহাটে কুমারী পুজা অনুষ্ঠিত- মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণে জয়পুরহাট প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জয়পরহাটে আদালতের এজলাসের ভিতরে বেঞ্চ সহকারিকে মারধরের অভিযোগ এক আইনজীবির বিরেুদ্ধে।্ মামলা দায়ের , আদালতে বর্জন আইনজিবীদের।

সাংবাদিকের নাম:
  • আপডেট টাইম: সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৫৭ ০০০ জন পড়েছে।

জনজীবন ডেস্ক–

জয়পরহাটে আদালতের এজলাসের ভিতরে বেঞ্চ সহকারিকে মারধরের অভিযোগ উঠেছে এক আইনজীবী ও তার সহকারির বিরুদ্ধে। এই ঘটনায় ওই বেঞ্চ সহকারি মামলা করলে জেলা ও দায়রা জজ আদালত বর্জন করেন জেলা আইনজীবী সমিতি। আদালতের কর্মচারিদের অভিযোগ, মামলা তুলে নিতে দেওয়া হচ্ছে নানা রকম হুমকি। এ দিকে অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবীরা। গত ৩ জুন দুপুরে জয়পুরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসাইন তার এজলাসে দাপ্তরিক কাজ করছিলেন। সে সময় জেলা আইনজীবি সমিতির সদস্য গোলাম মোর্শেদ আল-কোরেশী সাক্কু চৌধূরী ও তার শিক্ষানবিশ আইনজীবী সহকারী পিয়ন একটি দায়রা মামলার চেকসহ যাবতীয় কাগজ-পত্রের ফটোকপি চান। জাবেদা নকল ছাড়া আদালতের নিদের্শনা না থাকায় ফটোকপি দেওয়া যাবেনা বলে নাঈম জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা নাঈমকে মারধর করেন। এ ঘটনায় ওই দিন নাঈম ওই আইনজীবি ও তার শিক্ষানবিশ আইনজীবী সহকারীর বিরুদ্ধে জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। এরপর মামলা প্রত্যাহারের দাবিতে আইনজীবীরা জেলা জজ আদালত বর্জন করেন। এ নিয়ে আইনজীবি ও আদালতের কর্মচারীদের দুপক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

তবে অভিযোগ অস্বীকার করে এ্যাড. সাক্কু চৌধুরী বলেন, বেঞ্চ সহকারি নাঈম তাকে প্রথম ধাক্কা দিয়েছেন, তারপর তিনি ধাক্কা দিয়েছেন।আমি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছি-।

জয়পুরহাটজেলা ও দায়রা জজ আদালত, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন নাজির, আব্দুল হান্নান জানালেন। ঘটনার দিন জেলা ও দায়রা জজ ছুটিতে ছিল । আর মাননীয় জেলা জজ স্যারের আদালত ুনারা বর্জন করছে\ এজলামে ঢুকে তারা কর্মচারীকে মারধর করবে আবার মাশলা তুলে নেয়ার হুমকিও দিবে। এভাচেললে আরও কমৃচারীকে যদি মার ধর কওে তাহলে আদালত –ত অচর হয়ে যাবে\ এ ঘটনায় মামলা প্রত্যাহার করতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাই নিরাপত্তায়হীনতায় ভুগছেন বলে জানালেন আদালতের কর্মচারীরা।

ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি এ্যাড. বদরুল ইসলাম হোদা,জানান-বেঞ্চ সহকারি, আইনজীবি ও মোহরার অনাকাঙ্খিত ঘটনায় আদালত বর্জন চলছে, এতে আমরাও বিব্রত বললেন দায়িত্বে থাকা সরকারি এই আইনজীবী।


জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক এ্যাড. শাহনূর রহমান শাহীন,জানান , মিথ্যা মামলা করায় ২৪ আইনজিবীদেও সিদ্ধান্ত অনুযায়ী ২৪ শে- শুধু জেলা জজের আদালত বর্জন চলছে । মামলা তুলে নিলে আমরা জেলা জজের আদালতে আবার মামলা চালাব।
সর্বোচ্চ শৃঙ্খলা ও নিরাপত্তার প্রতিক হিসেবে বিবেচিত আদালত। এ আদালতে অনাকাঙ্খিত এমন ঘটনা দ্রæত সমাধানের দাবি সবার।



Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ