আবুবকর সিদ্দিক-জয়পুরহাট।
আজ রিমেলের বৃষ্টি ঝরা রাতে এলো মেলো বাতাসে কার নাম জপছো বলো তুমি?
মেঘের ঘন অন্ধকার নিশ্বাসের স্বরে দক্ষিণা জানালা খুলে গুন গুনগুন করে গান গেয়ে, দুগ্ধ ফেনিল শয্যায় তুমি দেহ দিলে এলিয়ে ।
কার মুখ ভেবে ভেবে তোমার চোখের সাগরে নামে ঘুমের অপ্সরী।
কার স্বপ্ন দেখে, কার তীব্র চুম্বনের প্রতীক্ষায় তোমার যুগল স্তন স্বর্গ হয়ে যায় নিশীথে।
আমি- ত জানবোনা কার কোলে মাথা রেখে এলোমেলো চুলগুলো হাত বুলিয়ে বিনিয়ে নিচ্ছ তুমি।
শেষে ক্ষমা চেয়ে নিবে পরিচিতি পৃথিবীর কাছে।
আমি জানবোনা কোনদিন
কোন দিন তবুও।
********************
Leave a Reply