অন্ধকারে যদি দেখা যেতো সাদা কাগজ
তবে খোদাই করতাম তাতে
সাত লক্ষ কবিতার বাণী।
ভাবনায় যদিও বা জলে ডুবি
তবু মনের ভাষা যে অন্য কিছু
কাকে রেখে কাকে বলি ?
সুন্দরে দেখি ভালোবাসা
কাঁটার আঘাতও আছে সেথা।
রৌদে স্নান করে মুগ্ধ হই-
অত:পর দিনকে তাড়াই রাত্রির জন্য
রাত্রি আমাকে দেয় রুপালি দিপালী শস্য
হই আমি সতেজ।
আমি নারী
মানবী-
মায়াবতী-
ফুলবতী-
কাঁটা ফেলে ফুলকেই ধরে রাখি।
আমি ভাসি
তবুও হাসি
হাসিতে হাসিতে গড়ি স্বপ্নের নদী ;
বৃষ্টি আমি-
সৃষ্টির বৃষ্টিতেই বয়ে চলি।
Leave a Reply