জনজীবন ডেস্ক—-
জাতীয় প্রেসক্লাবে একটি নাগলিঙ্গম ফুলের গাছ রয়েছে। আজ দেখলাম গাছটিতে ফুল ধরেছে। গাছের নিচে পড়ে আছে গাঢ় পিঙ্ক কালারের পাপড়ি। দেখতে দেখতে গাছটি বেশ উঁচু হয়ে গিয়েছে। কেন যেন মনে হলো গাছটির সৌন্দর্য আড়ালেই পড়ে আছে।
এই গাছের বাংলা নাম নাগলিঙ্গম। ইংরেজি নাম কানন বল। এটা নিশ্চিতভাবেই বলা যায় দুটি নামের মধ্যে বেশ ফারাক রয়েছে। নাগলিঙ্গম ফুলের কেশর দেখতে নাগ বা সাপের লিঙ্গের মতো। তাই গাছের নাম নাগলিঙ্গম। এর ফুলের রং কমলা। এতে রয়েছে হলুদের মিশ্রণ। নাগলিঙ্গম গাছের ফল দেখতে কামানের গোলার মতো। তাই গাছের ইংরেজি নাম কানন বল। এই ফল হাতির প্রিয় খাদ্য।
নাগলিঙ্গম গাছ বেশ বড়। প্রায় ৩৫ মিটার উঁচু হয়। পাতা বেশ লম্বা। থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও মায়ানমারের বৌদ্ধ মন্দিরের সামনে এই গাছ রয়েছে। সাপুড়েদের প্রিয় ফুল নাগলিঙ্গম। এর মৃদু গন্ধে নাকি সাপের যৌনচেতনা জেগে ওঠে। বাংলাদেশের বিভিন্ন উদ্যানে নাগলিঙ্গম গাছ রয়েছে। #
Leave a Reply