জনজীবন ডেস ্ক—
আজ শুক্রবার বাদ জুমা নারী মুক্তি সংঘের উদ্যোগে দূস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।।
জয়পুরহাট সদর উপজেলার সগুণা গোপীনাথপুর ও ছিট হেলকুন্ডা গ্রামে জার্ম ান প্সিরবাসী ফারহিন সিদ্দিকের সহায়তায় গরীব অসহায় দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সংঘের সভাপতি কবি হোসনে পারভীন পপি।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবুবকর সিদ্দিক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল, ও জেলা মহিলা অধিদপ্তরের ট্রেনিং সুপার ওয়াসেক বিল্লাহ, মাওলানা এরশাদ হোসেন,সমাজ সেবক আরিফ হোসেন ,সাংবাদিক বিপু সহ সুধী বৃন্দ।
ঈদ উপহার শেষে দেশ ও জাতির মংগল কামনা করে দোয়া করা হয়।
