জয়পুরহাট : ক্রীড়াঙ্গণের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন । – এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জয়পুরহাট স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি(শোভাযাত্রা) বের করা হয়। র্যালিটি শহরের স্টেডিয়াম সংলগ্ন চিনিকল সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেডিয়াম মাঠে ফিরে এলে (পরে) সেখানে এক প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার লাল ও সবুজ দলের মধ্যে অনুষ্ঠিত এ কাবাডি প্রতিযোগিতায় সবুজ দল ৪৭-৪০ পয়েন্টে লাল দলকে পরাজিত করে বিজয়ী হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র। এ সময় অন্যান্যের মধ্যে- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু ও সাখাওয়াত হোসেন বিপু উপস্থিত ছিলেন।
Leave a Reply