ছড়া—বাজার দর *
 
নূরজাহান রহমান নীরা 
**********************
বাজার দর, বাজার দর
হেঁটে চলে গরগর।
ক্রেতার মন বোঝে না,
স্হায়ী সে থাকে না।
তেল,নূন,চিনি,
      নিত্য যেসব কিনি,
ডিম,গোস্ত,মাছে,
       আগুন যেন হাসে ।।
 
বিদ্যুৎ বীল,গ্যাস বীল,
    এ সব যেন কলিজাতে খিল।।
বাজার দর, বাজার দর,
বুক করে ধরফর!!!???
সকালে যা ১০০শুনি,
বিকেলে তা ২০০তে কিনি।।
আদা, রশুন, পেঁয়াজ,
দামের অনেক ঝাঁজ।।
মুড়ী, খেজুর, চশমা 👓 জুতা,
শান্তি নেই যে আজ কোথা ।।
 
শবজি,মাছ,গোস্ত,ফল ,
এ সব এখন ফরমালিনের দল,
    ঔষধ আর ডাক্তার!!!!!
         সে তো মহা দরকার ।
 
হাজার টাকা হাঁকে ডা:এর ফিস্
  এ সব শুনে রুগীদের গায়ে ওঠে বিষ।
খাওয়া দাওয়া, যাতায়াত ভাড়া ,
       স্বপ্নের মাঝেও করে তাড়া ।।।
চায় আমাদের মনতো,
      বাজার দর হোক শান্ত ।