1. kabir28journal@yahoo.com : Abubakar Siddik : Abubakar Siddik
  2. kabir.news@gmail.com : Kabir :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

#মায়ার_বাঁধন

সাংবাদিকের নাম:
  • আপডেট টাইম: রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৩০ ০০০ জন পড়েছে।

#মায়ার_বাঁধন
– আইভি**
৩০/৩/২২
রচনা কাল
***************
 
এখন কেমন আছিস রে পাখি তুই?
বেশ আছিস বুঝি!
নতুন নতুন কঁচি পাতার আঁড়ে বসে;
তোর পছন্দের হিজল গাছের ডালে
নতুন বাসা বুনেছিস বুঝি
নতুন সাথীরে নিয়ে?
চৈতালী রোদ গায়ে মেখেছিস খুব সকালে?
আমের গুঁটি , কাঁঠালমুচির স্বাদ নিয়েছিস-
গিয়েছিলি বুঝি আমলকীর ডালে?
দুজন মিলে ভালোই ছিলাম একটি খাঁচার ভেতর
আড়ি দিয়ে, অভিমানে চলে গেলি উড়ে!
দোলের দিনে আবীর রঙে রঙিন হোলি
খেলেছিস তুই একাই বুঝি?
পালকগুলো যত্নে আগলে রাখিস
ভিজে না যায় বৃষ্টি এলে
তোর ওখানে বইছে বুঝি দমকা হাওয়া
শিমুল তুলোর ওড়াউড়ি দেখে-
ভীষণ মজায় আছিস বুঝি!
তুই ছাড়া একাই আমি,ডানাগুলো লাগে ভারি।
দয়া -মায়া ছিল না বলে
চলে গেলি একলা ফেলে!
ভীষণ মায়ার বাঁধন ছিড়ে!
বেশ আছিস তুই হিজল গাছে
পছন্দের তোর ছোট্ট নীড়ে!
নকশীকাঁথায় মুখ লুকিয়ে
ভালোবাসায় ডুব দিয়ে,
বেশ ভালো আছিস তুই
নতুন সাথী নিয়ে!
রোজ রাতে তুই ফিরিস ঘরে
আগের মতো মান না করে?
আমার সাথে কিছু হলে-
উড়ে গেছিস যখন -তখন!
এখন হয় বুঝি তোদের পাখি-কথা?
সে বোঝে তোর সব দুঃখ–ব্যথা!
দুজন মিলে ধরিস বুঝি জোনাকপোকা?
মুক্ত তুই,স্বাধীন তুই, উড়তে তোর নেই মানা
দুজন মিলে ঘুরে বেড়াস বুঝি মেঘের দেশে?
মেঘের ফাঁকে খেলিস বুঝি লুকোচুরি খেলা!
কদিন বাদে নামবে কিন্তু ঝুমবৃষ্টি–
সামলে চলিস, ঠান্ডা লেগে হয়না যেন অনাসৃষ্টি!
——————

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ