প্রনয়
******
রচনা কাল, ০৫.০৮.২০২৩
কবি হোসনে পারভীন(পপি)
“”””””””””””””””””””””””””””””“”””””””””” 
তুমি এলেই যেন, খুঁজে পাই 
মরুভূমিতে শ্রাবণের বারিধারা। 
জৈষ্ঠ্যের দাবদাহতে, যেন ফাগুনের মিষ্টি হাওয়া।
তুমি এলেই যেন বর্ষা নামে
নদীর  দুকুল  ছাপিয়ে।
পাল তুলো নৌকোর মত,
  ভেসে চলা নাম না জানা গন্তব্যে। 
মনের মাঝে সাগরের উত্তাল ঢেউ, 
যেন ভিজে দিয়ে যায় সারা অংগ।।
তুমি এলেই যেন খুঁজে পাই,
 অমানিশার  অন্ধকারে স্নিগ্ধ  জোছনার আলো।।
নিজেকে যখন প্রশ্ন করি,
 বসন্ত বাতাস  চুপিচুপি বলে যায় কানে কানে এযে তোর প্রথম প্রনয়।। 
***************************