তাঁর পুরো নাম
সৈয়দ আহসান আলী সিডনি।
তাঁর অভিনয় শুরু হয়েছিল মঞ্চ থেকে।
ষাটের দশকে ঢাকা টেলিভিশন চালু হওয়ার পর পরই সিডনি নাটকে অভিনয় শুরু করেন।
এরও বহু আগে – স্কুলে পড়াকালীন সময় থেকে তিনি বন্ধুদের নিয়ে মঞ্চে নাটক করা শুরু করে
দিয়েছিলেন।
মঞ্চে তাঁর অভিনীত প্রথম নাটক ছিল – “এই পার্কে”। সেটা ছিল ১৯৫৩ সালের কথা। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী।
সৈয়দ আহসান আলী সিডনির জন্ম ১৯৩৮ সালের ৩ রা
অক্টোবর।
ঢাকা টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম নাটকটি ছিল –
“একতলা দোতলা”।
সিডনি ঢাকার ফিল্ম জগতে যোগ দেন
ষাটের দশকের শেষার্ধে।
তাঁর অভিনীত প্রথম ছবি হলো – “চোরাবালি”। এটি মুক্তি পেয়েছিল ১৯৬৮ সালে।
পরবর্তীতে তিনি যে সকল ছবিতে অভিনয় করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছবি হলো –
সূর্য কন্যা, পায়ে চলার পথ, স্বামী, মেঘ বিজলী বাদল, সূর্য উঠার আগে – প্রভৃতি।
টেলিভিশনে তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক ছিল –
সংশপ্তক, আমি তুমি সে, ইডিয়ট, চেনা চেনা মুখ – ইত্যাদি।
সিডনি মারা যান ২০০২ সালের ১৪ ই ফেব্রুয়ারি।
সিডনি বেস্ট টিভি কমার্শিয়াল অ্যাওয়ার্ড,
প্রথম জাতীয় টেলিভিশন পুরস্কার ও বাচসাস
পুরস্কার পেয়েছিলেন।
লিয়াকত হোসেন খোকন,
Leaquat Hossain Khokon
Leave a Reply