জয়পুরহাট: স্মার্ট বাংলাদেশ গড়ি , ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি।’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা কর্মসূচিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সবুর আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মুজিবুর রহমান, জয়পুরহাট জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এমএ করিম, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমিনুল বারী, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন ,সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু প্রমুখ।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সংক্ষিপ্ত শোভাযাত্রা বের করা হয়। #
Leave a Reply