![]() | |||
জয়পুরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে – বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে- বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। #


Leave a Reply