জনজীবন ডেস্ক—-
জয়পুরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন ও নারী জাগরনের মহিয়ষী নারী বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়।
আজ শনিবার জয়পুরহাট উপজেলা আবুল কাশেম ঢালি মিলনায়তনে সকাল ১১ টায়
জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে
জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক লায়লুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা : সবুরআলী,সদর উপজেলা চেয়ারম্যান এস,এম, সোলাইমান আলী,
সিভিল সার্জন এর প্রতিনিধি ফারজানা পারভীন, সদর থানার ওসি হুমায়ুন কবির ,জাকসের নির্বাহী পরিচালক নুরুল আমিন,নারী নেত্রী শাম্মি আজিজ সাজ, ও আলহাজ সাবিনা সুলতানা।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন কাজের জন্য ১০ জন জয়িতাকে সন্মাননা ক্রেষ্ট ও পুরুষ্কৃত করা হয়।
তারা হলো নিরর্যতন মুছে ঘুওে দাড়ানোর জন্য পরিনা বেগম,সমাজ উন্নয়নে আছমা বিবি,অর্থনৈতিক সফলতায় হাছনা বেগম, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য মারুফা মন্ডল,সফল জননী মোহছিনা বেগম,নিরর্যাতনে ঘুওে দাড়ানো মুন্নি আখতার,আছমা বেগম,শিক্ষা ও চাকুরীতে অবদানের জন্য –নাহিদ নাজনীন ডেইজী, সফল জননী ফরিদা বেগম,

Leave a Reply