1. kabir28journal@yahoo.com : Abubakar Siddik : Abubakar Siddik
  2. kabir.news@gmail.com : Kabir :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জয়পুরহাটে বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগানে জয়পুরহাটে উদযাপিত হচ্ছে জাতীয় যুব দিবস জয়পুরহাটে নিখোঁজের ২৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র সিহাবের জয়পুরহাটে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। জয়পুরহাটে শিব মন্দির কমিটির  উদ্যোগে স্বল্প মুল্যে সবজি বিক্রি শুরু হয়েছে ।  জয়পুরহাটে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ করে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত কেউ সাজার বাইরে যাবে না-রংপুরে জনপ্রশাসন সচিব – পাঁচবিবি ইউএনও’র বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান জয়পুরহাটে কুমারী পুজা অনুষ্ঠিত- মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণে জয়পুরহাট প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নওগাঁ-৬ আসনে মনোনয় প্রত্যাশি মুক্তিযোদ্ধা নওশের আলীর ব্যাপক গণসংযোগ।

সাংবাদিকের নাম:
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৭০৪ ০০০ জন পড়েছে।

স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর)আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে চান মুক্তিযোদ্ধা নওশের আলী । দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে মাঠে নেমেছেন তিনি।তার নির্বাচনী এলাকায় গণসংযোগ, পথসভাসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। জনসাধারণের কাছে তুলে ধরছেন বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড। এর মাধ্যমে তৃণমূলে দলকে শক্তিশালী করছেন তিনি। বাবার হাত ধরেই রাজণীতীতে আসেন তিনি, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর সাঁড়াশি অভিযান চলেছে দেশজুড়েই। বেছে বেছে সামনের সারির মুজিব সৈনিকদের ধরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন এমনকি হত্যা করে ঘাতকের দল। বিপদ আঁচ করতে পেরে আগেই বাড়ি ছাড়েন রণাঙ্গণের এই যোদ্ধা।

এরপর প্রথমে ঢাকায় এবং পরে চট্টগ্রামে গিয়ে অবস্থান নেন। চেষ্টা করেন দলকে সংগঠিত করার। ওই সময় নওগাঁর রাণীনগর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন মুক্তিযোদ্ধা নওশের আলী। তার বাবা মৃত ছাবের আলী প্রমাণিক ছিলেন থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। নিশ্চিত উন্নত জীবনের হাতাছানি তাকে সরাতে পারেনি রাজনীতির পথ থেকে। তিনি উপসহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেছিলেন সড়ক ও জনপথ বিভাগে, কিন্ত দলের টানে মাত্র তিন বছরের মাথায় লোভনীয় সেই চাকরি ছেড়ে পুরোদুস্তর রাজনীতিতে সক্রিয় হন। এরপর এলাকার মানুষের সেবা হয়ে যায় তার একমাত্র ব্রত। কি রাত, কি দিন, খবর পেলেই ছুটে যান মানুষের কাছে। আপনজন হিসেবে এলাকার মানুষও তাকে কাছে টেন নেন পরম মমতায়। মুক্তিযোদ্ধা নওশের আলীর রাজনৈতিক ক্যারিয়ার বেশ দীর্ঘ।

ছাত্র অবস্থায় ১৯৬৫ সালে তিনি ছাত্রলীগের রাজনীতিতে নাম লেখান। মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালে রাণীনগর থানা সংগ্রাম পরিষদের সদস্য হন। মহান মুক্তিযুদ্ধ শুরু হলে দেশমাতৃকার টানে সাড়া দিয়ে যুদ্ধে যান। রণাঙ্গনের এই লড়াকু সৈনিক ৭ নং সেক্টরের ৩ নং সাব-সেক্টর (মহদিপুর সাব-সেক্টর) কমান্ডার বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোদ্ধা ছিলেন। মর্টার প্লাটুন কমান্ডার, এমএফসি এবং আর্টিলারি ওপি হিসেবে সম্মুখ যুদ্ধে অংশ নেন নওশের আলী। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ি সংগ্রামে আসে বিজয়। যুদ্ধ শেষে তিনি আবারো ফিরে আসেন নিজ গ্রামে। মুক্তিযুদ্ধ পরবর্তী ১৯৭২ সালে তিনি রানীনগর থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্বপান। ১৯৭৩ সালে রাণীনগর থানা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন নওশের আলী। ১৯৭৪ সালে থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। এলাকার রাজনীতির পাশাপাশি রাজশাহী নগর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় মুক্তিযোদ্ধা নওশের আলী। তিনি ১৯৯১ সালে রাজশাহী নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৭ সাল হতে ২০১৫ সাল পর্যন্ত তিন মেয়াদে নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করেন। ২০১৫ সাল হতে এ পর্যন্ত নগর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িকত্বপালন করছেন। একেবারেই সাদাসিদে জীবনযাপন করেন মুক্তিযোদ্ধা নওশের আলী। তার নাড়ি পোঁতা রাণীনগরের গোনা খাজুরিয়াপাড়ায়। আবাস গড়েছেন রাজশাহী নগরীর কাদিরেগঞ্জ এলাকায়। রাজনীতির পাশাপাশি যুক্ত হন প্রেস ব্যবসায়। তবু নাড়ির টানে সবসময় ফিরে যান নিজ গ্রামে। গ্রামের মানুষের ভাগ্য বদলের স্বপ্ন দেখেন নিরন্তর। এরই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা নওশের আলী ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬, (রাণীনগর-আত্রাই) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রার্থী।

বরাবরই দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নৌকার প্রার্থীকে জেতাকে সক্রিয় থেকেছেন মাঠে। আসন্ন উপনির্বাচনেও দলের মনোনয়ন চেয়েছিলেন এই পোড়খাওয়া রাজনৈতিক ব্যাক্তি, দলের মনোনয়ন পেলে নৌকার বিজয় ছিনিয়ে আনতে পারবেন এমনটিই প্রত্যাশা ছিলেন মুক্তিযোদ্ধা নওশের আলীর। মুক্তিযোদ্ধা নওশের আলীর সহধর্মীনি রাশেদা বেগমও যুক্ত ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে। নগর মহিলা লীগের সহসভাপতির দায়িত্বপালন করেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দলীয় পদ থেকে সরে আসেন। কিন্তু স্বামীর সাথে সহযোগী হিসেবে রয়ে গেছেন এখনো। এই দম্পতির চার কন্যা সন্তান। সকলেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বীর যোদ্ধা নওশের আলী মুক্তিযোদ্ধাদের কল্যাণেও কাজ করেছেন বহুদিন। দায়িত্বপালন করেন রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা বহুমখী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও। রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বেশ পরিচত মুখ মুক্তিযোদ্ধা নওশের আলী। বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরো সংবাদ