জনজীবন ডেস্ক–
জয়পুরহাটে তৌহিদী জনতার উদ্যোগে সুইডেনে পবিত্র কোরান পোড়াানোর জন্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনষ্ঠিত হয়।
আজ শুক্রবার জুম্মার নামায শেষে বড় মসজিদ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে কেন্দ্রীয় মসজিদ প্রংংগনে সমাবেশ করে। বক্তব্য রাখেন বড় মসজিদেও পেশ ইমাম মাওলানা সাঈদুর রহমান\ তিনি বলেন বার বার সুইডেন ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন জায়গায় মুসলমানদেও পবিত্র গ্রন্থ আল্লার কিতাব পবিত্র কোরান পুড়িয়ে কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরন করছে , আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মধ্যপ্রাচ্য ও বাংলাদেশ সহ সকল মুৃসলিম ভাইদেও অনুরোধ করছি সুইডেনের যত পন্য আছে আমরা আজ থেকে পরিত্যাগ করব। আমরা পবিত্র কোরান পোড়ানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
–
Leave a Reply